শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

রাজু আহমেদ: [২] অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের ওপর কর আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

[৩] শনিবার (৫ জুন) বিকেলে শহরের আলফাত উদ্দিন স্কােয়ারে (ট্রাফিক পয়েন্ট) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অাসাদ (আসাদ মনি)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিমাই সরকার-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি মো. বিনয় আমিন, নূর জাহান নূরী প্রমুখ।

[৫] ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ কর আরোপের বিষয়টি অমানবিক। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে বলা হয়েছে এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। সরকার এখন এ প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় এনে ব্যবসায়ীক প্রতিষ্ঠান বানাতে চাইছে। যা অতীতের মতো শিক্ষার্থীরা গণআন্দোলন করে বাতিল করবে।

[৬] বক্তারা বলেন, কোথাও জনসমাগম এড়ানোর কোনো বালাই নেই। সভা-সমাবেশ সবকিছুই হচ্ছে। কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখে শিক্ষার্থীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনলাইনে পাঠদানের কথা বলে আরেক হাস্যকর বিষয় সামনে আনা হচ্ছে। গ্রামের কয়জন অভিভাবকের অ্যান্ড্রোয়েড ফোন আছে, তারা এর ব্যবহার জানে কি না- এসব চিন্তা করা হচ্ছে না। গ্রামের কোথাও অনলাইনে পাঠদান হচ্ছে না। দ্রুত সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়