শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুজরাটে কার্যকর হচ্ছে ‘লাভ জিহাদ’ আইন, ধর্মান্তরিত করে বিয়ের শাস্তি ১০ বছর জেল

রাশিদুল ইসলাম : [২] ভারতের বিজেপিশাসিত গুজরাটে ১৫ জুন থেকে কার্যকর হচ্ছে কথিত ‘লাভ জিহাদ’ আইন। মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ওই সিদ্ধান্ত নিয়েছেন। এখান থেকে গুজরাটে যারা ‘জোর করে’ ধর্মান্তরিত করবে এবং প্রতারণামূলকভাবে বিয়ে করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] রাজ্যে এই আইন প্রয়োগের নেপথ্যে উদ্দেশ্য হল- কোনও প্রলোভন, জবরদস্তি বা কোনও ধরণের সহিংসতা ঘটিয়ে যাতে কেউ কারও ধর্মান্তর না করতে পারে। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত লাভ জিহাদের আইনকে অনুমোদন দিয়েছেন।

[৪] ‘লাভ জিহাদ’ আইনের আওতায় প্রতারণার মাধ্যমে বিয়ে করে জোর করে ধর্মান্তরিত করার ক্ষেত্রে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রসঙ্গত, গুজরাট বিধানসভায় ব্যাপক গোলযোগের মধ্যে লাভ জিহাদ বিলটি পাস হয়েছিল। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপ জাদেজা বলেছিলেন, যারা তিলক লাগিয়ে হাতে তাগা বেঁধে হিন্দু বা অন্য ধর্মের মেয়েকে ঠকায়, প্রতারণা করে, তাদের রেহাই দেওয়া হবে না।

[৫] লাভ জিহাদ আইন অনুযায়ী- ধর্ম গোপন করে যারা বিয়ে করবে তাদের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অন্যদিকে, ধর্মকে আড়াল করে রেখে নাবালিকাকে বিয়ে করলে সাত বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। একইসঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তিন লাখ টাকা জরিমানা ও সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

[৬] এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও সমাজকর্মী ড. সাইফুল্লাহ রেডিও তেহরানকে বলেন, প্রেম, দাম্পত্য এ সমস্ত প্রশ্নে ইসলামের মধ্যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা অন্যদেরকে প্রভাবিত করতে পারে। ভারতের ক্ষেত্রে এটা আমরা আরও বেশি করে দেখেছি।’

[৭] ড. সাইফুল্লাহ আরও বলেন, ‘আইন দিয়ে সব সময় সত্যকে ছোঁয়া যায় না। আইন একটা পদ্ধতি মাত্র। কিন্তু সেই পদ্ধতির বাইরেও একটা অন্য যে সত্য রয়েছে, মানবিকতা, নৈতিকতা, মূল্যবোধ এগুলোর উপরেই আমাদের বেশি করে গুরুত্ব দিতে হবে। জেল জরিমানার আইন করা হলেও কেউ যদি কাউকে ভালোবাসবে বলে মনে করে তাহলে একমাত্র তার পারিবারিক মূল্যবোধ, তার ব্যক্তি মূল্যবোধই তাঁকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারে। কোনও আইনের বলে আমরা সেখান থেকে তাকে রক্ষা করতে পারবো না। কাজেই আমি এ ধরণের আইনের বিরোধিতা করি।’

[৮] বিশ্লেষকদের মতে, কথিত ‘লাভ জিহাদ’ হল- একটি ‘কল্পিত শব্দ’ যা ডানপন্থী শক্তি দ্বারা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মেরুকরণের জন্য উদ্ভাবন করা হয়েছে। হিন্দুত্ববাদী ডানপন্থী বিভিন্ন সংগঠনের দাবি- মুসলিম পুরুষরা হিন্দু নারীদেরকে ব্যয়বহুল মোবাইল ফোন, অত্যাধুনিক গাড়ি এবং অর্থের প্রলোভন দিয়ে তাদের জালে ফাঁসানোর চেষ্টা করে, যা আন্তর্জাতিক ‘জিহাদি’ সংগঠনগুলো সরবরাহ করে। মুসলিম পুরুষরা জোর করে হিন্দু নারীদের ধর্মান্তর করার পরে মানসিক ও শারীরিকভাবে তাদের শোষণ করে। যদিও এখনও পর্যন্ত কোনও রাজ্যের মেশিনারি এ ধরণের কোনও প্রমাণ খুঁজে পায়নি যার ফলে এটা প্রমাণ হয় যে কথিত ‘লাভ জিহাদ’ বলে কিছু আছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়