শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশের বেশি: স্বাস্থ্য অধিপ্তর

শাহীন খন্দকার: [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।

[৩] অধিদপ্তর জানায়, চলতি সপ্তাহে (৩০ মে থেকে ৫ জুন) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ নয় হাজার ২০২টি। আর গত সপ্তাহে (২৩ মে থেকে ২৯ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৫১টি। অর্থ্যাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে আট দশমিক ৭১ শতাংশ।

[৪] একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৯২৮ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হন নয় হাজার ৬৬০ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ২৩ দশমিক ৪৮ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ১২ হাজার ১৭ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন সাত হাজার ৬১০ জন। অর্থ্যাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ৫৭ দশমিক ৯১ শতাংশ।

[৫] অধিদপ্তর আরও জানায় চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫২ জন আর গত সপ্তাহে মারা গেছেন ২০১ জন। চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ২৫ দশমিক ৩৭ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়