শাহীন খন্দকার: [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।
[৩] অধিদপ্তর জানায়, চলতি সপ্তাহে (৩০ মে থেকে ৫ জুন) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ নয় হাজার ২০২টি। আর গত সপ্তাহে (২৩ মে থেকে ২৯ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৫১টি। অর্থ্যাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে আট দশমিক ৭১ শতাংশ।
[৪] একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৯২৮ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হন নয় হাজার ৬৬০ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ২৩ দশমিক ৪৮ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ১২ হাজার ১৭ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন সাত হাজার ৬১০ জন। অর্থ্যাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ৫৭ দশমিক ৯১ শতাংশ।
[৫] অধিদপ্তর আরও জানায় চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫২ জন আর গত সপ্তাহে মারা গেছেন ২০১ জন। চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ২৫ দশমিক ৩৭ শতাংশ।