শিরোনাম
◈ তাপপ্রবাহ অব্যাহত থাকলে সন্ধ্যায় লোডশেডিং বাড়তে পারে ◈ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও ৫০ বিজিপি সদস্যের অনুপ্রবেশ ◈ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪৭, শনাক্তের হার ১১.০৩ শতাংশ, সুস্থ ১৬৬৭

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] এ পর্যন্ত করোনা মোট শনাক্ত ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন। মৃতের সংখ্যা ১২ হাজার ৮০১ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

[৩] গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের মধ্যে বাসায় ১ জন ছাড়া ২৯ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১-৬০ বছরের ১৩ জন, ৪১-৫০ বছরের ২, ৩১-৪০ বছরের ৫, ২১-৩০ বছরের ১ এবং ১০ বছরের কম বয়সী ১ জন রয়েছেন।

[৪] ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, এছাড়া চট্টগ্রামে ৮, রাজশাহীতে ১২, খুলনায় ৫, সিলেটে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়