হ্যাপি আক্তার: [২] দিল্লি হাইকোর্টের কাছে তীব্র সমাচলার মুখে বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ফাইভ-জি টেলিকম নিয়ে আদালতে মামলা করেছিলেন এ অভিনেত্রী। কিন্তু শুক্রবার জুহির সেই মামলাটি নাকচ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। উপরন্তু অভিনেত্রীকে ২০ লাখ রুপি জরিমানার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের এমন রায়ের পরে অবশ্য মুখ খুলেছেন অভিনেত্রী।
[৩] দিল্লি হাইকোর্ট জানায়, জুহির করা এই মামলার কোনো যৌক্তিকতা নেই। অপ্রয়োজনীয় ও অর্থহীন তথ্যের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। আরও জানানো হয়, জুহির মামলার ভার্চুয়াল শুনানি ছিল ২রা জুন। তাঁর জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছিল জুহিকে তা আগেভাগেই অভিনেত্রী শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। আদালতের মতে, পরিবেশ রক্ষার্থে নয়, শুধুমাত্র জনপ্রিয়তার পাওয়ার জন্য এই মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী।
[৪] ফাইভ-জি টেলিকম প্রযুক্তির তেজস্ক্রিয় বিকিরণ ক্ষতি করতে পারে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের। তাই এই প্রযুক্তি আগামী দিনে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র প্রাণীকুল। এই মর্মে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী।
[৫] নিজের দায়ের করা মামলার ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী জুহি বলেন,' ফাইভ-জি টেকনোলজি নিয়ে আমাদের করা মামলার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা ফাইভ-জি স্থাপনের বিরুদ্ধে নয় কিন্তু আমরা চাই প্রশাসন অন্তত এটুকু নিশ্চিত করুক যে ফাইভ-জি টেকনোলজি স্থাপন দেশের মানুষের পক্ষে ও জীববৈচিত্র্যের জন্য নিরাপদ কিনা।' সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেবল তথ্য জানতে চেয়েছিলেন বলে দাবি করেন জুহি।
[৬] তার সঙ্গে ছিলেন আরও ২ স্বেচ্ছাসেবী, বীরেশ মালিক এবং টিনা বচনি। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক নানা ধরনের তথ্যের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে।
[৭] ২০১০ থেকে পরিবেশে তেজস্ক্রিয়তার প্রভাবের বিরুদ্ধে লড়াই করে আসছেন জুহি চাওলা। জি নিউজ২৪, সংবাদ প্রতিদিন