শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত সহস্রাধিক ছাইভর্তি মাটির পাত্র ভাসছে ভারতের কাবেরী নদীতে

ডেস্ক নিউজ: মহামারী করোনার কারণে অনেকটাই বিধস্ত ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও। আর করোনার দ্বিতীয় ঢেউয়ে হাজার হাজার মানুষ মারা গেছে। আর তাদের মরদেহ পুড়িয়ে ছাই সংগ্রহ করে ভাসিয়ে দেওয়া হচ্ছে ভারতের কাবেরী নদীতে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাদা কাপড়ে বেঁধে সারি সারি বসানো হয়েছে সহস্রাধিক মাটির পাত্র। বেঙ্গালুরুর শহরের সুমনাহল্লি শ্মশানে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর নাম-পরিচয়হীন মরদেহগুলোর ছাই সংগ্রহ করে ওই মাটির পাত্রগুলোতে রাখা হয়েছে।

প্রতিটি পাত্রের গায়ে নম্বরসহ স্টিকার লাগানো রয়েছে। প্রথা মেনে সেই সব ছাই ভর্তি মাটির পাত্র নিয়ে আসা হয়েছে কাবেরী নদীর ঘাটে। গত বুধবার এ রকম মোট এক হাজার ২০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ব্যক্তির দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হল নদীর ঘাটে।

করোনা আতঙ্কে অনেক পরিবারই তাদের মৃত স্বজনদের ছাইটুকুও সংগ্রহ করতে আসেনি। আবার প্রথা মেনে শেষকৃত্যর অনুষ্ঠান করারও সামর্থ্য নেই অনেকের।

বেঙ্গালুরু টিআর মিলস শ্মশানের কনট্র্যাক্টর কিরণ কুমার ভারতীয় সংবাদমাধ্যম বলেন, ‘এক পরিবারে দু-তিনজন করোনায় মারা গেলে বাকি সদস্যরা আর শ্মশানে এসে ছাই সংগ্রহ করেন না।’

এভাবে দীর্ঘদিন ধরে প্রচুর ছাইভর্তি মাটির পাত্র জমেছে শহরের প্রায় সবকটি শ্মশানে। বাধ্য হয়ে এখন সরকারকেই ওই নদীতে ভাসিয়ে দেওয়ার কাজ করতে হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সূত্র: আনন্দবাজার, নিউজ ১৮, টাইমস নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়