স্পোর্টস ডেস্ক : [২] আনুশ দাস্তগির, আফগানিস্তান ফুটবল দলের কোচ। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই প্রতিযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারেনি তার দল। ১-১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে আফগান কোচকে। জয় না পাওয়ার কারণে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেন আফগান কোচ আনুশ দাস্তগির। সেই সাথে শেষ ২০ মিনিটে বাংলাদেশের ঝুঁকি নিয়ে আক্রমণ ড্রয়ের পথে কাজ করেছে বলে মনে করেন এই কোচ।
[৩] আনুশ দাস্তগির আরো বলেন, পিছিয়ে পড়ার পর বাংলাদেশ অনেক বেশি রিস্ক নিয়েছে। তাতেই সাফল্য পেয়েছে তারা। এছাড়া রক্ষণভাগেও খুব ভালো করেছে। যদিও আমরা ভালো ফুটবল খেলেছি। তবে ৯০ মিনিটের ম্যাচে একটু ভুল হলেই ফলাফল পরিবর্তন হয়ে যায়।