শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ইতিহাস গড়েছে, দাবি কোচের

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে কাতারের মাটিতে ড্র করে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় ড্র বাংলাদেশ দলের। এই ড্র করে বাংলাদেশের কোচ জেমি ডে নতুন ইতিহাস গড়ার দাবি করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস হলো। বিশ্বকাপ বাছাইয়ে দুই পয়েন্টেই সর্বোচ্চ অর্জন বাংলাদেশের ফুটবলের জন্য। এর আগে কখনো দুই পয়েন্ট ছিল না।’

এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পদ্ধতি একেক সময় একেক রকমভাবে হয়। রাশিয়া বিশ্বকাপ থেকে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আটটি করে ম্যাচ খেলতে হয়। বাংলাদেশ গত বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছিল।

এর আগের ফরম্যাট ছিল আবার ভিন্ন। ব্রাজিল বিশ্বকাপে বাংলাদেশ প্রাক বাছাইয়ে দুই ম্যাচের একটিতে জিতেও গোল ব্যবধানে বাছাই পর্বে খেলতে পারেনি। আগের বিশ্বকাপ বাছাইগুলোর বিভিন্ন পর্যায়ে অবশ্য বাংলাদেশের জয় রয়েছে।

সেই জয় থাকলেও এই দুই পয়েন্টকে ইতিহাস বলছেন জেমি, ‘গ্রুপ পর্যায়ে বাংলাদেশের দুই পয়েন্ট নেই বিশ্বকাপ বাছাইয়ে। জয় থাকলেও সেটা প্লে অফ বা অন্য ফরম্যাটে। এভাবে গ্রুপ ভিত্তিক ভাবে দুই পয়েন্টের রেকর্ড নেই।’ আগের ফরম্যাটের সঙ্গে মেলালো যুক্তিসঙ্গত না হলেও নতুন ফরম্যাটে জেমি ডের আমলে ২ পয়েন্টই সর্বোচ্চ।

বাংলাদেশের ফুটবলে দুই ইতিহাসের সঙ্গী হিসেবে নিজেকে দাবি করেছেন জেমি, ‘বিশ্বকাপ বাছাইয়ে ২ পয়েন্ট যেমন ইতিহাস তেমনি অলিম্পিক দল নিয়ে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে যাওয়াও রেকর্ড।’

আজকের ম্যাচের ড্রয়ে ফুটবলারের প্রশংসা করেছেন কোচ, ‘আমার ফুটবলাররা শেষ পর্যন্ত লড়ছে এবং গোল আদায় করতে সক্ষম হয়েছে।’

গোল হজম প্রসঙ্গে বলেন, ‘রক্ষণে কিছু ভুল ছিল।’ তপুর গোলেই আগামী দুই ম্যাচের আত্মবিশ্বাস খুঁজছেন কোচ, ‘এই এক পয়েন্ট আমাদের পরবর্তী দুই ম্যাচে পথ চলতে সাহায্য করবে।’

আফগানিস্তানের বিরুদ্ধে এক পয়েন্ট ও ভারতের বিরুদ্ধে এক পয়েন্ট। দুই পয়েন্টের মধ্যে ভারতের পয়েন্টকে এগিয়ে রাখছেন জেমি, ‘হাজার দর্শক, র্যাঙ্কিংয়ে অনেক চাপের মধ্যে আমার ফুটবলাররা সেই ম্যাচে পয়েন্ট পেয়েছিল। প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ এরপরেও সেই পয়েন্ট আমার বিবেচনায় এগিয়ে থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়