এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে: [২] বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আবদুল্লাহ শামালের আমন্ত্রণে সরকারি সফরে গত ২ জুন মালদ্বীপ এসেছেন।
[৩] আজ তিনি মালদ্বীপ এর প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অব ডিফেন্স ফোর্স এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এছাড়া তিনি মালদ্বীপ এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন, সেনাপ্রধানের সফরসঙ্গীসহ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, হাইকমিশনের প্রথম সচিব মো: সোহেল পারভেজ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
[৪] এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। সেনাবাহিনী প্রধান আগামী ৭ জুন সকালে দেশে ফিরবেন।