শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার নাগাল পেতে বহু দূর যেতে হবে: তথ্যমন্ত্রীকে মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বিচার ব্যবস্থ্য সম্পূর্নভাবে একটা দলের হাতে পরে গেছে। সরকার যা চায়; বিচার তাই হয়। এখানে আমরা যারা রাজনীতি করি ও সাধারণ মানুষ; তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত। বিএনপি চেয়ারপারসনের ক্ষেত্রে কি হয়েছে ? খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে, সেটা টেকেই না।

[৩] প্রথম দিন যখন চার্জ গঠন করা হয় সেদিনই বাতিল হয়ে যাওয়ার কথা। সেটা তো হয়নি বরং শাস্তি প্রথমে ৫ বছর, পরে ৭ বছর করে দেওয়া হয়েছে। এটা ইতিহাসে নেই। সরকারে ইচ্ছে মতো ফরমায়েশি রায়। তার ফলসূতিতে আমরা দেখছি, বেগম জিয়া ৩ বছর ধরে অন্যায়ভাবে কারাবরন করছেন। শুধু তাই নয়; তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বলছেন, তাকে অভিলম্বে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে নিয়ে যেতে হবে।

[৪] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার যখন এ কথা কথা গুলো বলছি, উনারা নাকোচ করে দিয়েছেন, সরকারে একজন তথ্যমন্ত্রী আছেন। তিনি বলেছেন, আমরা নাকি বেগম জিয়ার শারীরিক স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছি। ওনার লজ্জা হওয়া উচিত। যে নেত্রী স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত হয়েছেন, কারগারে ছিলেন, যিনি গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য রাজপথে লড়াই করেছেন, বারবার কারাবরণ করেছেন, কারভোগ করছেন, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার সর্ম্পকে যদি কেউ এ ধরনের কথা বলেন, আমি এর আগেও বলেছিলাম তাদের লজ্ঝা হওয়া উচিত।

[৫] আজ আবারো বলছি, বেগম জিয়া সর্ম্পকে কোনো কথা সহজে বলবেন না। আমাদের দেশের মানুষেরা এটা ভালোভাবে গ্রহন করবে না। আপনি যে জায়গায় আছেন সে জায়গায় থাকুন। বেগম জিয়ার নাগাল পেতে হলে আপনাকে বহুদূর যেতে হবে, যা আপনাদের পক্ষে সম্ভব নয়। এটা বাস্তবতা !

[৬] সরকারের লোকজন কোভিড ১৯ অগ্রাসন. সংক্রমণ এটা রোধে করবার মতো তারা কিছু করতে পারেননি। বরং তারা কোভিড ১৯ নিয়ে তারা দুনীর্তি করেছেন, বিদেশে বাড়িঘর তৈরি ব্যবস্থ্যা করেছেন। আজকে পত্রিকায় এসেছে, স্বাস্থ্যমন্ত্রীর বোন তিনি একটি মামলায় আসামী হয়েছেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করবার মামলা ২২ বছর আগের। এই হলো অবস্থা।

[৭] সরকার প্রণোদনার নামে মানুষকে বোকা বানিয়েছে। এটা প্রণোদনা নয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে সুদ করতে হবে। প্রণোদনা তাকে বলে, সরকার আপনার দুঃসময়ে যে আর্থিক সাহায্যটা করেছেন সেটা ফেরত নিবে না। আজকে দিন আনে দিন খায় মানুষকে তারা কিছু দিচ্ছে না। বুধবার ঢাকা জজ কোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়