শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের অনুকূলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার ডিভিডেন্ড হস্তান্তর

সুজন কৈরী : আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সরকারের ডিভিডেন্ড বাবদ ১৯ কোটি ৮৮ লাখ ৮০হাজার টাকার মধ্যে সরকারের অনুমোদন ক্রমে ১০ কোটি টাকার মূলধন হিসেবে স্থানান্তর এবং অবশিষ্ট ৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা নগদ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রদান করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের কাছে শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসোদ্দেক-উল-আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-পরিচালক এবং চেয়ারম্যানের পিএসও উপ-পরিচালকসহ (সমন্বয়) ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি বকেয়া কর্পোরেট ট্যাক্স বাবদ সরকারের প্রাপ্য ৪৩ কোটি ৫১ লাখ টাকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ। সরকারের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়