শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের অনুকূলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার ডিভিডেন্ড হস্তান্তর

সুজন কৈরী : আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সরকারের ডিভিডেন্ড বাবদ ১৯ কোটি ৮৮ লাখ ৮০হাজার টাকার মধ্যে সরকারের অনুমোদন ক্রমে ১০ কোটি টাকার মূলধন হিসেবে স্থানান্তর এবং অবশিষ্ট ৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা নগদ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রদান করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের কাছে শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসোদ্দেক-উল-আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-পরিচালক এবং চেয়ারম্যানের পিএসও উপ-পরিচালকসহ (সমন্বয়) ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি বকেয়া কর্পোরেট ট্যাক্স বাবদ সরকারের প্রাপ্য ৪৩ কোটি ৫১ লাখ টাকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ। সরকারের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়