শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের অনুকূলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার ডিভিডেন্ড হস্তান্তর

সুজন কৈরী : আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সরকারের ডিভিডেন্ড বাবদ ১৯ কোটি ৮৮ লাখ ৮০হাজার টাকার মধ্যে সরকারের অনুমোদন ক্রমে ১০ কোটি টাকার মূলধন হিসেবে স্থানান্তর এবং অবশিষ্ট ৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা নগদ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রদান করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের কাছে শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসোদ্দেক-উল-আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-পরিচালক এবং চেয়ারম্যানের পিএসও উপ-পরিচালকসহ (সমন্বয়) ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি বকেয়া কর্পোরেট ট্যাক্স বাবদ সরকারের প্রাপ্য ৪৩ কোটি ৫১ লাখ টাকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ। সরকারের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়