শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের অনুকূলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার ডিভিডেন্ড হস্তান্তর

সুজন কৈরী : আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সরকারের ডিভিডেন্ড বাবদ ১৯ কোটি ৮৮ লাখ ৮০হাজার টাকার মধ্যে সরকারের অনুমোদন ক্রমে ১০ কোটি টাকার মূলধন হিসেবে স্থানান্তর এবং অবশিষ্ট ৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা নগদ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রদান করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের কাছে শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসোদ্দেক-উল-আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-পরিচালক এবং চেয়ারম্যানের পিএসও উপ-পরিচালকসহ (সমন্বয়) ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি বকেয়া কর্পোরেট ট্যাক্স বাবদ সরকারের প্রাপ্য ৪৩ কোটি ৫১ লাখ টাকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ। সরকারের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়