শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে উখিয়ার ৪টি ওয়ার্ডে রেডজোন ও লকডাউন ঘোষণা

কায়সার হামিদ: উখিয়ায় করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় একটি ইউনিয়নের ৪ টি ওয়ার্ডে রেডজোন ও লকডাউন ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বেকার কার্যকর পুরো উখিয়া উপজেলায় বিধি নিষেধ আরোপ, নিয়ন্ত্রণও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১জুন) বিকেলে উখিয়া উপজেলা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন রাত ১২ টা থেকে আগামী ৬ জুন রাত ১২ টা পর্যন্ত উখিয়া উপজেলা সদর রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডকে রেডজোন ঘোষনা করা হয়েছে। এসব ওয়ার্ডে রেডজোনের পাশাপাশি লকডাউনও কার্যকর থাকবে বলে জানা যায়।

সবধরনের গণ জমায়েত নিষিদ্ধ করে রেডজোন ঘোষিত এলাকার লোকজনদের নিজ নিজ ঘরের বাইরে অবস্থান বারণ করা হয়েছে। টমটম (ইজিবাইক), সিএনজি, রিক্সাসহ, সবধরনের যানবাহন, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রেডজোন এলাকায় সবধরনের বেসরকারী ও এনজিও সংস্থার অফিস কার্যক্রম বন্ধ থাকবে। সকল দোকান – পাঠ, শপিংমল,মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে সকাল ৬ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাঁচাবাজার, মুদি দোকান ও ঔষধের দোকান খোলা থাকবে।

উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৩ মে থেকে কার্যকর কঠোর বিধি নিষেধ নিয়ন্ত্রণের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

৩১ মে পর্যন্ত উখিয়া উপজেলায় কক্সবাজার জেলার দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ২৬৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তারমধ্যে স্থানীয় নাগরিক ১ হাজার ২৫০ জন এবং রোহিঙ্গা শরনার্থী ১ হাজার ১৪ জন। মঙ্গলবারও ৩৬ জন রোহিঙ্গা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ১৮ রোহিঙ্গা ও ১৫ জন উখিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রেডজোন ঘোষিত এলাকায় আক্রান্তের হার বেশী। তবে করোনা আক্রান্তদের অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট বিভিন্ন এনজিওতে কর্মরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়