কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, করোনার থেকে রক্ষায় প্রতিদিন ১ গ্লাস করে দুধ দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ মানুষের শরীরে। এ সময় মানুষের সুস্থ থাকতে হবে ও সমাজিক দূরত্ব বজায় রেখে কাজ কর্ম চালাতে হবে। তিন গতকাল বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন।
[৩] জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সভাপতিত্বে অন্যান্যর মধ্যে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা ডেইরী সমিতির সভাপতি আজমল খান সহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ।
[৪] দুগ্ধ খামারী রা কিশোরগঞ্জের গরু চুরী বৃদ্ধি পাওয়ায় তারা আতংগ্রস্থ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব্ মনোয়ার হোসাইন রনী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী