শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুক্তি করেই বার্সাকে বিশ্বসেরা বললেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক: [২] ম্যানচেস্টার সিটি ছেড়ে এবার বার্সেলোনার সঙ্গে নতুন মিশনে সার্জিও আগুয়েরো। কাতালানদের সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করার পর বার্সাকে বিশ্বসেরা বললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

[৩] ম্যানসিটির সঙ্গে পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ, ছয়টি লিগ কাপ ও একটি এফএ কাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে বার্সায় পা রাখলেন আগুয়েরো। যদিও শেষটা হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির কাছে হারের হতাশা নিয়ে। কিন্তু নতুন অধ্যায় শুরু করতে যাওয়ার আগে রোমাঞ্চিত ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

[৪] বার্সায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আগুয়েরো বললেন, বার্সেলোনা বিশ্বের সেরা দল এবং আমরা সবাই তা জানি। এখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল দারুণ এবং দলকে দারুণ সব অর্জনে সহায়তা করতে চাই। এটা আরেকটি পদক্ষেপ এবং আমি খুব খুশি। আশা করি ক্লাবে অনেক অবদান রাখতে পারবো।

[৫] এই মৌসুমে কেবল কোপা দেল রে জিতেছে বার্সা। লা লিগা শেষ করেছে তৃতীয় হয়ে। চ্যাম্পিয়নস লিগেও তাদের পথচলা থেমেছে শেষ ষোলোতে। আগুয়েরোর আশা, সামনের মৌসুম শেষে গুরুত্বপূর্ণ ট্রফির স্বাদ পাবেন তিনি দলকে নিয়ে।

[৬] প্রথম ব্যাপার হলো ভালো কিছুর চেষ্টা করা এবং আমি যতটা পারি দলকে সহায়তা করবো। আমরা একটা দল এবং আমি আমার সর্বোচ্চটুকু দিতে চাই। আশা করি গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমরা মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত খেলবো।

[৭] অ্যাটলেটিকোর জার্সিতে ইউরোপে ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল আগুয়েরোর। পাঁচ বছর পর ২০১১ সালে পাড়ি জমান ম্যানসিটিতে। এই ১০ বছরে ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে জায়গা করে নিয়েছেন। এতগুলো বছরের অভিজ্ঞতা দিয়ে বার্সাকে সাফল্য এনে দিতে চান তিনি।

[৮] ১৮ বছর বয়সে ইউরোপে এসেছিলাম এবং অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলাম, যা আমাকে অনেক সহায়তা করেছিল। এটা ছিল শিক্ষানবিশকাল। তারপর আমি সিটিতে গেলাম। প্রত্যেকে জানে প্রিমিয়ার লিগ কী। সেখানে গিয়ে আমি আমার খেলার কৌশল পাল্টাই এবং আমি আমার সব অভিজ্ঞতা এখানে (বার্সেলোনায়) বিলিয়ে দিতে চেষ্টা করবো। - গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়