শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুক্তি করেই বার্সাকে বিশ্বসেরা বললেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক: [২] ম্যানচেস্টার সিটি ছেড়ে এবার বার্সেলোনার সঙ্গে নতুন মিশনে সার্জিও আগুয়েরো। কাতালানদের সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করার পর বার্সাকে বিশ্বসেরা বললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

[৩] ম্যানসিটির সঙ্গে পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ, ছয়টি লিগ কাপ ও একটি এফএ কাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে বার্সায় পা রাখলেন আগুয়েরো। যদিও শেষটা হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির কাছে হারের হতাশা নিয়ে। কিন্তু নতুন অধ্যায় শুরু করতে যাওয়ার আগে রোমাঞ্চিত ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

[৪] বার্সায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আগুয়েরো বললেন, বার্সেলোনা বিশ্বের সেরা দল এবং আমরা সবাই তা জানি। এখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল দারুণ এবং দলকে দারুণ সব অর্জনে সহায়তা করতে চাই। এটা আরেকটি পদক্ষেপ এবং আমি খুব খুশি। আশা করি ক্লাবে অনেক অবদান রাখতে পারবো।

[৫] এই মৌসুমে কেবল কোপা দেল রে জিতেছে বার্সা। লা লিগা শেষ করেছে তৃতীয় হয়ে। চ্যাম্পিয়নস লিগেও তাদের পথচলা থেমেছে শেষ ষোলোতে। আগুয়েরোর আশা, সামনের মৌসুম শেষে গুরুত্বপূর্ণ ট্রফির স্বাদ পাবেন তিনি দলকে নিয়ে।

[৬] প্রথম ব্যাপার হলো ভালো কিছুর চেষ্টা করা এবং আমি যতটা পারি দলকে সহায়তা করবো। আমরা একটা দল এবং আমি আমার সর্বোচ্চটুকু দিতে চাই। আশা করি গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমরা মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত খেলবো।

[৭] অ্যাটলেটিকোর জার্সিতে ইউরোপে ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল আগুয়েরোর। পাঁচ বছর পর ২০১১ সালে পাড়ি জমান ম্যানসিটিতে। এই ১০ বছরে ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে জায়গা করে নিয়েছেন। এতগুলো বছরের অভিজ্ঞতা দিয়ে বার্সাকে সাফল্য এনে দিতে চান তিনি।

[৮] ১৮ বছর বয়সে ইউরোপে এসেছিলাম এবং অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলাম, যা আমাকে অনেক সহায়তা করেছিল। এটা ছিল শিক্ষানবিশকাল। তারপর আমি সিটিতে গেলাম। প্রত্যেকে জানে প্রিমিয়ার লিগ কী। সেখানে গিয়ে আমি আমার খেলার কৌশল পাল্টাই এবং আমি আমার সব অভিজ্ঞতা এখানে (বার্সেলোনায়) বিলিয়ে দিতে চেষ্টা করবো। - গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়