শিরোনাম
◈ আকাশে রজবের চাঁদ দেখা গেল মধ্যপ্রাচ্যে, জানা গেল রোজার সম্ভাব্য তারিখ ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে মুষলধারে বৃষ্টি, অফিসগামী মানুষের চরম ভোগান্তি (ভিডিও)

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ভোরেই তুমুল বৃষ্টিতে ভিজলো রাজধানী। প্রথমে কানফাটা মেঘের গর্জন তারপর শুরু হয় আকাশভাঙা বৃষ্টি। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। প্রথমে মেঘের গর্জন তারপর শুরু হয় আকাশভাঙা বৃষ্টি। ধীরে ধীরে এই বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে।

[video width="640" height="368" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/06/video-1622513970.mp4"][/video]

[৩] এর আগে ভোর সোয়া পাঁচটার দিকে বৃষ্টি হয়েছিলো। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খানিক সময়ের জন্য বিরতি দিয়ে সকাল ৭ টার দিকে তীব্র বৃষ্টি শুরু হয়। এদিকে হঠাৎ এমন তীব্র বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর বেশ কিছু এলাকার সড়ক।

[৪] আবহাওয়ার পূর্বাভাসে  রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছিল। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামী দুইদিনে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে।

[৫] গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, নেত্রকোনায় ৯৭ মিলিমিটার, রাজারহাটে ৬৮ মিলিফমিটার, বরিশালে ৬৬ মিলিমিটার, ডিমলায় ৫৩ মিলিমিটার, সাতক্ষীরায় ৪৬ মিলিমিটার, সীতাকুন্ডে ৪২ মিলিমিটার, ঢাকায় ৪৩ মিলিমিটার, সন্দ্বীপ ও মাদারীপুরে ২৪ মিলিমিটার।

[৬] মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের উনিশ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়