জেলা প্রতিনিধি: র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন আশঁ গ্রামাস্থ ৭ নং ভবানীপুর ইউনিয়নের ০১,০২,০৩, নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা মেম্বার মোসা: হাসিনা বেগম এর বসত ঘরের ভিতরে বারান্দায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি ৫০০ গ্রাম (এক কেজি পাঁচশত গ্রাম) গাঁজা সহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মিলন হোসেন (৪২), পিতা- মোঃ দশের আলী, বর্তমান সাং- আশঁ গ্রাম, থানা- শেরপুর, জেলা- বগুড়া ২। মোঃ হেলাল (৪৫), পিতা-মৃত জাবেদ আলাী, সাং- লবণকোটা, ৩। শ্রী মন্টু চন্দ্র মাহাত, পিতা- মৃত: জটাধারী মাহাত . উভয় সাং- মহিসাচাপর, উভয় থানা- রায়গঞ্জ ও জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।