শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় মূল আসামীসহ গ্রেফতার ৩, লুষ্ঠিত মালামাল উদ্ধার

রিয়াজুর রহমান:[২] সোমবার ৩১ মে সকালে এ তথ্য জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

[৩] পুলিশ সূএে জানা গেছে, গত ২৭ মে নগরীর ডবলমুরিং মডেল থানাধীন পােষ্টারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গােডাউনে সংঘটিত এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয় ।

[৪] ১০/১২ জনরে একটি ডাকাত দল ৩ টনের একটি ট্রাকে করে এসে অস্ত্র - সস্ত্রের ভয় দেখিয়ে দারােয়ান সহ ৩ জনকে মারপিট করে ডাকাতি সংগঠিত করে । উক্ত ডাকাতির ঘটনার লুষ্ঠিত ৯২ কার্টন সিগারেট এবং দুই কার্টন বিক্রিলব্ধ ৬৮ হাজার টাকা উদ্ধার করেন ডবলমুরিং থানা পুলিশ।

[৫] গ্রেফতার করা হয়েছে ডাকাতির মূলহোতা নােয়াখালী জেলার হাতিয়া থানার পশ্চিম বড়ডেল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মােঃ নুর নবী ( ৩০ ) ডাকাতির মালামাল গ্রহণকারী কুমিল্লা সদরের পশ্চিম বাগিছাগাঁও ও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মােঃ শাহজাহান ( ৬০ ) এবং তার ছেলে মােঃ এনায়েত উল্লাহ শান্তকে । তন্মধ্যে শান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ।

[৬] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আবুল খায়ের গ্রুপের লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা শুধু গত চার মাসেই কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে। গত পাঁচ বছরে চক্রটি প্রায় ৫০টি ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি টাকার মালামাল লুট করে।

[৭] তিনি আরও জানান, সম্প্রতি পতেঙ্গায় গুদামের মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় একজনকে হত্যা করা হয়েছে। এছাড়া কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে চক্রটি।এব্যাপারে গত ২৭ মে ডবলমুরিং মডেল থানার মামলা নং- ৫০, ধারা- ৩৯৫ / ৩৯৭ পেনাল কোড রুজু করা হয় ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়