নিজস্ব প্রতিবেদক: [২] আর মাত্র একদিন পরেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের এবারের আসর। ২০১৬ সালের পর দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ডিপিএলে দেখা যাবে সাকিব আল হাসানকে। আসন্ন সেই টুর্নামেন্টে মোহামেডানের জার্সি গায়ে দেখা যাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে। এই মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটির নেতৃত্বও দিবেন টাইগার অলরাউন্ডার।
[৩] শনিবার ২৯ মে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠান। সেখানে প্রসঙ্গতই উঠে এসেছে সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন। যদিও মোহামেডান অধিনায়ক সেই প্রশ্নের সরাসরি কোনও উওর দেননি, তবে জানিয়েছেন দলের প্রয়োজনে যেকোন পজিশনে ব্যাটিং করতে আপত্তি নেই তার।
[৪] এ নিয়ে সাকিব বলেন, দেখা যাক, দলের সবার সাথে আলোচনা করে দলের জন্য যেটা ভালো হয়। আমার কাছে সবসময় যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, দলের জন্য যেটা ভাল হয় সেটাই করা। তার জন্য তিন-চার-পাঁচ-ছয় বা ১১ নম্বরে ব্যাটিং পেলেও আমার কোন সমস্যা নেই।
[৫] সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় সাকিবের ব্যাটিং পজিশন। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে মিডলঅর্ডারে ব্যাটিং করলেও লাল সবুজের জার্সিতে বিগত কয় বছর ধরে তিন নম্বরে ব্যাট করছেন টাইগার অলরাউন্ডার। যেখানে বেশ সফলও তিনি।
[৬] ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিনে ব্যাট করেই রানের ফোয়ারা ছুটিয়েছেন সাকিব। এ বছর নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চারে ব্যাট করলেও, সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে আবার তিনে ফিরেছেন তিনি। যদিও এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব।
[৭] প্রসঙ্গত গেল বছর মার্চে মাত্র এক রাউন্ড খেলা হবার পর করোনা প্রাদুর্ভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছিলো ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। এরপর বিসিবির অনেক চেষ্টার পরও করোনা পরিস্থিতির আর উন্নতি না হওয়ায় মাঠে গড়ায়নি ডিপিএল। অবশেষে তা আলোর মুখ দেখতে চলেছে।
[৮] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে অংশগ্রহণ করবে ১২টি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠ, এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
[৯] প্রতিদিন এবং প্রতি রাউন্ডে ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে তিনটি ম্যাচ সকাল ৯ টায় এবং বাকি তিনটি ম্যাচ বেলা ১.৩০ মিনিটে মাঠে গড়াবে।