মো.ইউসুফ মিয়া : [২] জেলার বালিয়াকান্দিতে মানসিক রোগী মা ও মেয়ে ১৩দিন ধরে নিখোঁজ রয়েছে। এঘটনায় রোববার দুপুরে বালিয়াকান্দি থানায় জিডি করেছে মানসিক রোগীর ছেলে।
[৩] কালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত দিলীপ বিশ্বাসের ছেলে দীপংকর বিশ্বাস বলেন, গত ১৭ মে সকাল ১০টার দিকে আমার মা একজন মানসিক রোগী আরতী বিশ্বাস (৪২) ও ছোট বোন পরমা বিশ্বাস (৯) বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়। পরবর্তীতে বাড়ীর আশেপাশের বাড়ী, আত্বীয় স্বজনবাড়ীসহ বিভিন্ন জায়গায় বহু খোজাখুজি করেও আমার মায়ের সন্ধান পাওয়া যায়নি।
[৪] তিনি আরো বলেন, কোনো সহৃদয়বান ব্যক্তি মা ও বোনের সন্ধান দিলে চিরকৃতজ্ঞ থাকবো। সম্পাদনা: জেরিন আহমেদ