আসাদুজ্জামান: [২] উপকুলীয় জলবায়ু যোদ্ধাদের শারীরিকভাবে লাঞ্চনার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িত স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাউবো কর্মকর্তা আলমগীর কবিরের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
[৩] সম্মিলিত সামাজিক সংগঠন জোটের আয়োজনে রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
[৪] বক্তারা বলেন, উপকূলে স্থায়ী টেকসই বেঁড়িবাঁধ নির্মানের দাবিতে কাফনের কাপড় পরে গত শুক্রবার অবস্থান কর্মসুচি পালন করেন শাহিন বিল্লাহ ও ইয়াছিন আরাফাতসহ জলবায়ু যোদ্ধারা। পর দিন শনিবার এই দুই জলবায়ু সেচ্ছাসেবীকে শারীরিকভাবে লাঞ্চিত করেন পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান ও পাউবোর সেকশন অফিসার আলমগীর হোসেন। বক্তারা এসময় আগামী ২৪ ঘন্টার মধ্য এই জনপ্রতিনিধি ও পাউবো কর্মকর্তাকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। তা নাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন।