মহসীন কবির: [২] রোববার (৩০ মে) সকালে এখবর জানা গেছে। করোনাভাইরাস মহামারিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সময়সীমা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ ছিল। যমুনা ও ডিবিসি টিভি
[৩] ভারতের করোনার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য গেলো ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সকল ধরণের স্থল-সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। তবে দেশটিতে আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিলো তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়।
[৪] করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।