সুমন্ত আসলাম: ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথ- এর সাবেক ডিন আহমেদ মোশতাক রাজা চৌধুরী পাঁচটি সুপারিশ করেছেন স্বাস্থ্য খাতের জন্য। আর এরই মধ্যে আসছে গতানুতিক বরাদ্দের স্বাস্থ্য বাজেট। তার সেই সুপারিশের মধ্যে যদি এটা থাকতো- এ যাবৎ কালে স্বাস্থ্যখাতে যতো টাকা দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছেন, তাদের কাছে থেকে সেসব টাকা ফেরত আনা হোক এবং সেই টাকা দিয়ে ভালো কিছু হাসপাতাল বানানো হোক। অবশ্য ঢাকা বিশ্বদ্যিলয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউিটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেছেন, ‘সরকার যদি মনে করে দেশের চিকিৎসা খাতকে সত্যিকার অর্থেই বদলে দেবে, এটা অসম্ভব নয়। তবে মনে করায় খাদ থাকলে, তা সম্ভব নয়।’
সরকারের মনে কী আছে আমি তা জানি না, তবে আমার মনে একটা শখ আছে- সদ্য আলোচিত এলএসডি মাদক মাত্র একদিনের জন্য একজন রাজনীতিবিদকে খাওয়াবো আমি। এই মাদক মানুষের স্মৃতির ভাণ্ডার খুলে দেয়। নেশার চূড়ান্ত পর্যায়ে কেউ কেউ মাতৃগর্ভের স্মৃতিও মনে করতে পারে। ভোটে যেতার আগে তিনি কী বলেছিলেন, ভোটে জেতার পর তিনি কী করছেন, সেই স্মৃতিটা জেগে ওঠবে তার। তারপর দেখি তিনি করেন। কারণ সেই স্মৃতির ভার অধিকাংশ মানুষই সহ্য করতে পারে না। মস্তিষ্কে বিকৃতি ঘটে। অস্বাভাবিক কাণ্ড ঘটায় তারা। অথচ আমরা এই সাধারণ মানুষেরা কতো স্মৃতির ভারে আক্রান্ত, কতো ক্ষমতাবানের কতো কথায় আশাবাদী হয়ে আশাহতের বেদনায় ভুগছি, সহ্য করে যাচ্ছি আমরা, সয়ে যাচ্ছি নীরবে। ক্ষমতা পাল্টায়, মানুষ পাল্টায়, কিন্তু আমাদের ভাগ্য পাল্টায় না! আমাদের স্মৃতির ভার বওয়াও শেষ হয় না আর। ফেসবুক থেকে