শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনমুন শারমিন শামস্: নারী নির্যাতনের বীভৎস রূপ চোখে দেখার পরও মেয়েটির পরিবারের অভিযোগ দায়ের ও মামলা করা পর্যন্ত অপেক্ষা কেন করতে হবে?

মুনমুন শারমিন শামস্: বিষয়টা গুরুতর। পুলিশ টিকটক হৃদয় বাবুকে আইডেন্টিফাই করেছে। সে এখন ভারতের পুনেতে আছে। ভিক্টিম মেয়েটা আছে গুজরাটে। হৃদয় বাবুর বাসা ঢাকার মগবাজারে। মেয়েটিও মগবাজারের বাসিন্দা। ভিক্টিম ও আসামি বাবুর পরিবারকে সনাক্ত করা গেছে। এখন কথা হলো, পুলিশ বলছে, মেয়েটির পরিবার যদি অভিযোগ দায়ের করে, তাহলে পুলিশ মামলা করবে। কিন্তু এখানে মেয়েটির পরিবারের অভিযোগ করা পর্যন্ত অপেক্ষা কেন করতে হবে, সেটি আমার বোধগম্য না। একটি ভয়ংকর যৌন নির্যাতনের ভিডিও প্রমাণসহ জনসমক্ষে আছে, অপরাধী সনাক্ত হয়েছে, ভিক্টিম কে জানা গেছে, তাহলে রাষ্ট্র কেন স্বপ্রণোদিত হয়ে মামলা করবে না?

নারী নির্যাতনের এই বীভৎস রূপ চোখে দেখার পরও মেয়েটির পরিবারের অভিযোগ দায়ের ও মামলা করা পর্যন্ত অপেক্ষা কেন করতে হবে? আমরা এই ভয়ংকর অপরাধী চক্রের শাস্তি চাই। কঠিনতম শাস্তি। এর জন্য ভিক্টিম মামলা করলো কী করলো না, সেটির জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই। পুলিশের উচিত দ্রুত মামলার উদ্যোগ নেওয়া এবং অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। সেই সঙ্গে ভিক্টিম মেয়েটিকেও তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া। মানবাধিকার সংস্থা, মানবাধিকার কর্মীদের প্রতি অনুরোধ, আপনারা প্লিজ নড়েচড়ে বসুন এই ঘটনায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়