জিএম মিজান : [২] শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের মানববন্ধন। উক্ত মানববন্ধন থেকে শিবিরের পাঁচ কর্মিকে গ্র্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনের সামনে থেকে তাদের গ্র্রেফতার করেছে।
[৩] পুলিশের দাবি, গ্র্রেফতারকৃতরা সবাই ছাত্র শিবিরের সক্রিয় কর্মী।
[৪] গ্র্রেফতারকৃতরা হলো, বগুড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র হাসানুল বান্নার (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র তানসিন আল রাফি (২০) ও একই শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শ্রেণির শিক্ষার্থী (১৫), সরকারি শাহ সুলতান কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সাজিদ আহম্মেদ (১৯) এবং সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম (২০)।
[৫] সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ প্রতিবেদক-কে বলেন, ছাত্র শিবেরর পাচঁকর্মীকে অনুমতি ছাড়া সমাবেশ করার জন্য গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।