শিরোনাম

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নজরুল জন্মজয়ন্তীতে নেই উৎসব

মমিনুল ইসলাম মমিন: [২] জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বরাবরই ময়মনসিংহের ত্রিশালে বয়ে যায় উৎসবের আমেজ। স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে আয়োজন করা হয় নজরুল জয়ন্তী ও মেলার। করোনাভাইরাসের প্রকোপে বহুদিন ধরেই জনসমাগম নিষিদ্ধ। গত বছরের ন্যায় এ বছরও পালন হয়নি কবির ১২২তম জন্মজয়ন্তী। প্রতিবছর উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী উদযাপন করা হয় বিদ্রোহী কবির জন্মজয়ন্তী।

[৩] কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। আসানসোল থেকে দারোগা রফিজ উল্লাহর হাত ধরে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে প্রথম আগমন ঘটে তার। ১৯১৪ সালে দরিরামপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। কবির সাহিত্য প্রতিভার ঊন্মেষ ঘটে এই ত্রিশালেই। দরিরামপুর হাইস্কুলের যে শ্রেণিকক্ষে কবি পড়াশুনা করতেন সেই কক্ষ এখনো রয়েছে আগের মতোই। ত্রিশালে কাজী নজরুলের স্মৃতিতে গড়ে উঠেছে স্কুল, কলেজ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

[৪] কবি নজরুলের শৈশব-কৈশোরের পদচারণায় ত্রিশাল আজ ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়।

[৫] কবির প্রিয় সুকনী বিলের পাড়ের বটবৃক্ষ, দরিরামপুরে নজরুল একাডেমি, নজরুল মঞ্চ, নজরুল ডাকবাংলো, বিচ্যুতিয়া বেপারী বাড়ী, কাজির শিমলায় নজরুল মিউজিয়াম ও কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় সহ কবির নামে গড়ে উঠা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতি বছর নজরুলের জন্মদিন এলেই তার স্মৃতিবিজড়িত এই স্থানগুলো ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। টানা দুই বছর ভিন্ন এক আবহে কবিকে স্মরণ করছে ভক্ত-অনুরাগীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়