শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি ◈ চট্টগ্রাম ইপিজেডে আগুনে ধসে পড়ছে কারখানার ভবন (ভিডিও) ◈ অর্থ ফেরত এলে ব্যাংকিং খাত আরও স্থিতিশীল হবে’ — গভর্নর আহসান এইচ মনসুর ◈ নারী বিশ্বকা‌পে বাংলাদেশ‌কে ১০ উই‌কে‌টে হা‌রা‌লো অ‌স্ট্রেলিয়া ◈ বাজেট সংকটে কঙ্গো মিশন থেকে বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্ট প্রত্যাহার

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে ২৯ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়লো ডোবা থেকে

রাজেশ গৌড়: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের এলাকার এক ডোবা থেকে স্থানীয় সৌখিন মৎস শিকারীর জালে ধরা পড়ে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

[৩] শুক্রবার (২৮ মে) সকালে স্থানীয়রা মিলে ৩৬ হাজার টাকায় কিনে নিয়েছেন এই বিশাল আকৃতির মাছটি।

[৪] জানা গেছে, গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাস নদীতে কিছু পানি আসায় বাড়ীর পাশের ডোবাতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হয় তিনি। পরে মাছটি আশ-পাশের সকলে মিলে ভাগাভাগি করে নিয়ে যান। খবর পেয়ে অন্য এলাকার মাছ ব্যবসায়ি মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা নিজেদের খাওয়ার জন্য ৩৬ হাজার টাকায় দাম সাব্যস্থ করে নিজেরাই রেখে দেন। মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভীর জমিয়েছেন।

[৫] মৎস শিকারী হারুন বিশ্বাস বলেন, ডোবায় মাছ ধরতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি স্থানীয়দের কাছে ৩৬ হাজার টাকায় বিক্রি করি। কংশ নদীতে পানি আসায় কোন এক সময় এই ডোবাতে আশ্রয় নিয়েছে মাছটি। জীবনে এই প্রথম এতো বড় মাছ আমার জালে ধরা পড়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়