শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সফোর্ডের টিকায় রক্তজমাট বাঁধার কারণ উন্মোচন করলেন জার্মান বিজ্ঞানীরা

লিহান লিমা: [২] অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও জনজন এন্ড জনসনের টিকা নেয়ার পর কিছু কিছু ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ খুঁজে পেয়েছেন জার্মানির বিজ্ঞানীরা। গার্ডিয়ান

[৩] নতুন গবেষণায় তারা বলেছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করতে ঠান্ডাজনিত অ্যাডেনোভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করায় এই সমস্যা তৈরি হয়েছে।

[৪] গবেষণার সঙ্গে সম্পৃক্ত থাকা জার্মানির গোথে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোলফ মার্সালেক বলেন, এই টিকা মানবদেহের কোষে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন সরবরাহ করে, ফাইজার ও বায়োএনটেকের টিকায় এই সরবরাহ পদ্ধতি ব্যবহার করা হয় নি, তাই ওই সংস্থাগুলোর টিকায় রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে নি।

[৫] বিজ্ঞানীরা বলেন, তারা বিশ্বাস করেন অ্যাডেনোভাইরাসের শুধুমাত্র সেলুলার ফ্লুইডের পরিবর্তে কোষের নিউক্লিয়াসে প্রবেশ করা রক্তজমাট বাঁধার ঘটনার সঙ্গে সম্পর্কিত। তারা লেখেন, কোষের নিউক্লিয়াসের ভেতরে ভাইরাসের স্পাইক প্রোটিনের অংশগুলো ভেঙ্গে গিয়ে দেহে ছড়িয়ে পড়ে যা বিরল কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটায়।

[৬] প্রফেসর মার্সালেক বলেছেন, সমস্যা এড়াতে টিকাগুলোর উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন করা যেতে পারে। ইতোমধ্যে তারা জনসনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন। আমাদের হাতে থাকা তথ্যগুলো গিয়ে আমরা কোম্পানিগুলোকে বলেছি কিভাবে এই সিকোয়েন্সগুলো রুপান্তর করা যায়, স্পাইক প্রোটিনগুলোকে এমনভাবে কোডিং করতে হবে যাতে কি না অনিচ্ছাকৃত বিচ্ছিন্ন প্রতিক্রিয়া প্রতিরোধ করা যাবে। অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে এখনো যোগাযোগ করা যায় নি, তবে তারা চাইলে কিভাবে টিকার হালনাগাদ ও উন্নয়ন করা যায় তা তাদের জানাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়