শিরোনাম
◈ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ ◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠান ১জুন খোলাসহ তিন দাবিতে শিক্ষার্থীদের পৃথক মানববন্ধন

শাহীন খন্দকার, শরীফ শাওন: [২] শিক্ষার্থীদের দাবি, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ১ জুন সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। স্থগিত পরীক্ষা গ্রহণে দ্রুত রুটিন প্রকাশ এবং করোনাকালে শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

[৩] বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে, জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও দাবিসহ শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠান।

[৪] স্মারক লিপিতে শিক্ষার্থীরা জানান, শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতির সার্বিক উন্নয়নের চাবিকাঠি। করোনার প্রাদুর্ভাবে গত বছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রকারান্তরে আমাদের জাতীয় যে উন্নয়ন ও অগ্রগতিই যেন থমকে আছে। গত প্রায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংসের সম্মুখীন। শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করতে না পারায় চাকরিতে প্রবেশের বয়সসীমাও পেরিয়ে যাচ্ছে।

[৫] শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় জানিয়ে বলা হয়, অনেকে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারছে না। নানাবিধ কারণে ৬০-৭০ শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারেনি। ফলে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত উচ্চশিক্ষার ধারণার পরিপন্থী। উপরন্তু দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় শিক্ষার্থীদের হতাশা, মাদকাসক্ত হওয়া, নানাবিধ অন্যায়ে জড়িয়ে পড়া ও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়