রাশিদুল ইসলাম : [২] মার্কিন গোয়েন্দা সংস্থাকে দ্বিগুণ উৎসাহে কোভিড ভাইরাসের উৎসের সন্ধান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন তিন মাসের সময় দিয়েছেন। কোভিড ভাইরাস সংক্রমণের আগেই চীনের উহান ইনস্টিটিউটে কয়েকজন গবেষক অসুস্থ হয়ে পড়েছিলেন এমন গোয়েন্দা তথ্য হাতে আসার পর নতুন এই বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট এমন আদেশ দিলেন। সিএনএন
[৩] প্রেসিডেন্ট বাইডেন বলেছেন নতুন ওই তথ্য অনুসারে কোভিডের উৎস নিয়ে চীন সম্পর্কে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমি গোয়েন্দা তথ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ল্যাব ও অন্যান্য সংস্থাকে এ বিষয়ে বিশদ তথ্য সংগ্রহের নির্দেশ দিচ্ছি। বিবৃতিতে বাইডেন আরো বলেন মার্কিন কংগ্রেসকে বিষয়টি নিয়ে পুরোপুরি অবহিত করতে গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে।
[৪] বাইডেন বলেন, এধরনের অনুসন্ধানে ব্যর্থতা কোভিডের উৎস সম্পর্কে জানতে বাধাগ্রস্ত করবে। কোভিড ভাইরাস সংক্রামিত প্রাণির সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যমে নাকি ল্যাবরেটরিতে দুর্ঘটনার কারণে ছড়িয়ে পড়ে তা সুনির্দিষ্টভাবে জানা জরুরি।
[৫] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই চীনের উহান থেকে কোভিড ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ করে আসলেও চীন তা বারবার প্রত্যাখ্যান করেছে।