সুজন কৈরী : [২] রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ মোল্লা (২৬) ও রাসেল (২০)। এ সময় ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
[৩] র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই দুজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট ও নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধভাবে ও প্রতারনামূলকভাবে অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।