শিরোনাম
◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা প্রবেশ করছে লবণ পানি, মা মাছের উপর প্রভাব পড়ার আশঙ্কা

কামরুল ইসলাম: [২] চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ হালদা নদীতে লবণাক্ত পানি প্রবেশ করেছে। প্রজননের ভরা মৌসুমে নদীতে লবণাক্ত পানি প্রবেশ করায় মা মাছের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে ডিম সংগ্রহে প্রস্তুতি থাকা মৎস্যজীবিরা।

[৩] হালদা পাড়ের মৎস্যজীবিরা জানিয়েছেন, পূর্ণিমাকে সামনে রেখে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। এরমধ্যে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে যোগ হয়েছে বর্ধিত জোয়ারের পানি। গত সোমবার থেকে নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু করলে জোয়ারে প্রবেশ করতে শুরু করে লবণাক্ত পানি।

[৪] হাটহাজারী বাড়ীঘোনা গ্রামের মৎস্যজীবি মোঃ ইলিয়াছ আমাদের অর্থনীতিকে জানিয়েছেন, নদীর ভাটির দিকে এখনো পানিতে লবণাক্তা বাড়েনি। যদি ভাটির দিকে লবণ পানি প্রবেশ করে তাহলে মা মাছের ক্ষতি হতে পারে।

[৫] বিষয়টি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া এ প্রতিবেদককে জানান, নদী পাড়ের মানুষের কাছ থেকে তিনি লবণাক্ত পানির বিষয়ে জেনেছেন। বুধবার (২৬ মে) আমি নদীতে গিয়ে পানি পরীক্ষা করব। পরীক্ষার পর জানা যাবে লবণের মাত্রা। তিনি লবণাক্ততারর কারণে মা মাছের উপর বিরূপ প্রভাব পড়ার আশংকার কথা জানান।

[৬] অবশেষে বুধবার মধ্য রাতে হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। ডিম সংগ্রহকারীরা জানিয়েছেন, পরিবেশ অনুকূলে থাকলে মা মাছ আজ কালের মধ্যে ডিম ছাড়তে পারে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়