মোহাম্মদ হোসেন:[২] দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে (২৬মে)বুধবার দিবাগত রাত ১২ টা সময় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। কয়েক দিন ধরেনদীর সব জায়গায় ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে অপেক্ষা করছিল।
[৩] অবশেষে রাতে নমুনা ডিম সংগ্রহ করে ডিম সংগ্রহকারীরা।হালদায় মা মাছ ডিম ছাড়ার শর্তহচ্ছে— পূর্ণিমা বা অমাবস্যার তিথি বা জো থাকতে হবে। একই সময়ে নদীরস্থানীয় এবং খাগড়াছড়ি, মানিকছড়িসহ নদীর উজানে পাহাড়ি এলাকায় প্রচুরবজ্রসহ বৃষ্টিপাত হতে হবে।
[৪] ফলে পাহাড়ি ঢল নামবে এবং নদীতে ফেনাসহ পানিপ্রবাহিত হবে।ডিম সংগ্রহকারী কামাল সওদাগর, আশু বড়ুয়া,আব্দুল কাদের জানায় মধ্যরাতেখবর পেয়ে নদীতে জাল বসিয়ে নমুনা ডিম নিশ্চিত হই।
[৫] হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বিষয়টি অবহিত হয়ে ফেসবুক ষ্ট্র্যাটাস দিয়েছেন। হালদা গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরপ্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া নমুনা ডিম পাওয়া যাওয়ার কথা নিশ্চিত করেছেন।