শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পকে অভিযুক্ত করা উচিত কি না এজন্যে জুরি গঠনের আহবান জানালেন ম্যানহাটনের শীর্ষ আইনজীবী

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থার তদন্তে এ ধরনের আহবান জানানোর কথা বলা হয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। ওই জুরি বিবেচনা করবে ট্রাম্পের সংস্থার তদন্তে ফৌজদারি অভিযোগ পেশ করা উচিত কি না। সিএনএন

[৩] ম্যানহাটন ডিস্ট্রিক্ট এ্যাটর্নি সাইরাস ভ্যান্স এ আহবান জানিয়ে বলেছেন এধরনের জুরি প্যানেল ট্রাম্পের সংস্থায় বা ব্যবসায় কোনো অপরাধ সংঘটিত হলে এর সঙ্গে জড়িত নির্বাহীদের অভিযুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে।

[৪]  দু’বছরের তদন্ত শেষে ম্যানহাটন ডিস্ট্রিক্ট এটর্নির অফিস থেকে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দেয়ার একটি প্রক্রিয়া শুরু করতে চাচ্ছেন তারা। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থ দিয়ে একজন পর্নো তারকার মুখ বন্ধ রাখা, সম্পদের মূল্য কমিয়ে দেখানো এবং কর্মচারীদের ক্ষতিপূরণ দেয়া নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিস্তৃত অভিযোগের তদন্ত করছেন ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নি সাইরাস ভ্যান্স জুনিয়র। ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

[৫] ট্রোম্পের বিরুদ্ধে একজন গ্রান্ড জুরি পেলে তদন্তে ডকুমেন্ট হাতের নাগালে পাওয়া সহজ হবে। করোনা ভাইরাস মহামারির কারণে আদালত এবং অন্য গ্রান্ড জুরিদের কর্মকাণ্ড যখন বন্ধ তখন এই প্যানেলটি অব্যাহতভাবে কাজ চালিয়ে যেতে পারবে। ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগের তদন্ত করা হচ্ছে তার মধ্যে রয়েছে- একজন ঋণদাতার সঙ্গে তার সম্পর্ক, আয়কর কমানোর জন্য তিনি ভূমি দান করেছিলেন, আয়কর কম দেয়া।

[৬] একই সঙ্গে সাবেক পর্নোতারকা স্টর্মি ডানিয়েলের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের এবং তিনি যাতে মুখ না খোলেন এজন্য ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থের বিনিময়ে তার মুখ বন্ধ করানোর অভিযোগ আছে। তবে এসব অভিযোগের তদন্তকে ‘উইচহান্ট’ বা জাদুবিদ্যার প্রয়োগ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প।অবশ্য আইনজীবী ভ্যান্সের অফিস থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়