শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ইয়াস’। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৮ টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। এটি স্থলভাগের আরো কাছে চলে এসেছে। বর্তমানে ইয়াসের অবস্থান রাজ্যের পূর্ব মেদিনীপুরের দিঘা সৈকত থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে। বুধবার ভোরেই তা স্থলভাগে আঘাত হানতে পারে। সে জন্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে রেড এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার পর বুধবার সকাল নাগাদ এটির গতিবেগ বেড়ে দাঁড়াতে পারে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার, সর্বোচ্চ (গাস্টিং) ১৮৫ কিলোমিটার। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে অতি ভারী এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই পশ্চিমবঙ্গে আকস্মিক টর্নেডো হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বয়ে যাওয়া দেড় মিনিটের টর্নেডোতে অন্তত দুজন নিহত হয়েছেন। ৮০টির উপর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়