অনলাইন ডেস্ক: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ইয়াস’। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৮ টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন ও এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। এটি স্থলভাগের আরো কাছে চলে এসেছে। বর্তমানে ইয়াসের অবস্থান রাজ্যের পূর্ব মেদিনীপুরের দিঘা সৈকত থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে। বুধবার ভোরেই তা স্থলভাগে আঘাত হানতে পারে। সে জন্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে রেড এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার পর বুধবার সকাল নাগাদ এটির গতিবেগ বেড়ে দাঁড়াতে পারে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার, সর্বোচ্চ (গাস্টিং) ১৮৫ কিলোমিটার। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে অতি ভারী এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই পশ্চিমবঙ্গে আকস্মিক টর্নেডো হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বয়ে যাওয়া দেড় মিনিটের টর্নেডোতে অন্তত দুজন নিহত হয়েছেন। ৮০টির উপর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইত্তেফাক