শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সন্ত্রাসীদের অত্যাচার থেকে বাঁচতে ভুক্তভোগী প্রতিবন্ধী ও বিধবা পরিবারের সংবাদ সম্মেলন

রিয়াজুর রহমান : চট্টগ্রাম নগরীর পূর্ব মোহরায় প্রতিবন্ধী ও বিধবার জমি দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী সাইফউদ্দিনের পরিবারের উপর হামলা, মিথ্যা মামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, স্থানীয় একটি ভূমিদস্যু গ্রুপ দীর্ঘদিন ধরে আমার ফুফাতো ভাই প্রতিবন্ধী মো: ইসমাইল ও আরেকজন বিধবার সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছিলো। আমি ও আমার ভাই তাদের এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি। পরে আমাদের পরামর্শে প্রতিবন্ধী ইসমাইল তাদের বিরদ্ধে মামলা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে ঈদের দুইদিন আগে নামাজ পড়ে বাসায় আসার সময় হত্যার উদ্দেশ্যে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুত্বর জখম করে রাস্তায় ফেলে চলে যায়। এবং আমার সাথে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয় ওইদিন আমার ভাইয়ের উপরও তারা হামলা করে।

লিখিত বক্তব্যে সাইফুদ্দিন বলেন, সন্ত্রাসীরা শুধু আমার উপর হামলা করে ক্ষান্ত হয়নি। তারা আমার বৃদ্ধ বাবা মসজিদে এতেকাফে থাকা অবস্থায় মারধর ও একপর্যায়ে কুপিয়ে জখম করে। আমার বাবাকে কুপিয়ে জখম করার পর তারা দলবল নিয়ে আমার বাসায় হামলা করে প্রায় তিন লাখ টাকার মালামাল ভাঙ্গচুর করে। এসময় ৯৯৯ ফোন করলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। পরে উপযুক্ত প্রমাণ ও ভিডিও ফুটেজ নিয়ে এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি। যার মামলা নং সিআর ২৬০/২০২১ইং (চান্দগাঁও)।

এসময় কান্নাজনিত কন্ঠে হামলার শিকার সাইফুদ্দিনের বাবা মোহাম্মদ মুসা বলেন, রোজায় আমি মসজিদেে এতেকাফে ছিলাম। এসময় কয়েজন ছেলে মসজিদে ঢুকে আমার উপর হামলা করে। একপর্যায়ে তারা আমাকে কুপিয়ে ফেলে রেখে যায়। আমার ছেলেরা জমি দখলের প্রতিবাদ করায় তারা আমাদের অমানবিক নির্যাতন করছে। আমি আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক ভুক্তভোগী প্রতিবন্ধী মো: ইসমাইল, বিধবা রহিমা বেগম ও শামীমা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়