শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সন্ত্রাসীদের অত্যাচার থেকে বাঁচতে ভুক্তভোগী প্রতিবন্ধী ও বিধবা পরিবারের সংবাদ সম্মেলন

রিয়াজুর রহমান : চট্টগ্রাম নগরীর পূর্ব মোহরায় প্রতিবন্ধী ও বিধবার জমি দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী সাইফউদ্দিনের পরিবারের উপর হামলা, মিথ্যা মামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, স্থানীয় একটি ভূমিদস্যু গ্রুপ দীর্ঘদিন ধরে আমার ফুফাতো ভাই প্রতিবন্ধী মো: ইসমাইল ও আরেকজন বিধবার সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছিলো। আমি ও আমার ভাই তাদের এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি। পরে আমাদের পরামর্শে প্রতিবন্ধী ইসমাইল তাদের বিরদ্ধে মামলা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে ঈদের দুইদিন আগে নামাজ পড়ে বাসায় আসার সময় হত্যার উদ্দেশ্যে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুত্বর জখম করে রাস্তায় ফেলে চলে যায়। এবং আমার সাথে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয় ওইদিন আমার ভাইয়ের উপরও তারা হামলা করে।

লিখিত বক্তব্যে সাইফুদ্দিন বলেন, সন্ত্রাসীরা শুধু আমার উপর হামলা করে ক্ষান্ত হয়নি। তারা আমার বৃদ্ধ বাবা মসজিদে এতেকাফে থাকা অবস্থায় মারধর ও একপর্যায়ে কুপিয়ে জখম করে। আমার বাবাকে কুপিয়ে জখম করার পর তারা দলবল নিয়ে আমার বাসায় হামলা করে প্রায় তিন লাখ টাকার মালামাল ভাঙ্গচুর করে। এসময় ৯৯৯ ফোন করলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। পরে উপযুক্ত প্রমাণ ও ভিডিও ফুটেজ নিয়ে এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি। যার মামলা নং সিআর ২৬০/২০২১ইং (চান্দগাঁও)।

এসময় কান্নাজনিত কন্ঠে হামলার শিকার সাইফুদ্দিনের বাবা মোহাম্মদ মুসা বলেন, রোজায় আমি মসজিদেে এতেকাফে ছিলাম। এসময় কয়েজন ছেলে মসজিদে ঢুকে আমার উপর হামলা করে। একপর্যায়ে তারা আমাকে কুপিয়ে ফেলে রেখে যায়। আমার ছেলেরা জমি দখলের প্রতিবাদ করায় তারা আমাদের অমানবিক নির্যাতন করছে। আমি আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক ভুক্তভোগী প্রতিবন্ধী মো: ইসমাইল, বিধবা রহিমা বেগম ও শামীমা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়