শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সন্ত্রাসীদের অত্যাচার থেকে বাঁচতে ভুক্তভোগী প্রতিবন্ধী ও বিধবা পরিবারের সংবাদ সম্মেলন

রিয়াজুর রহমান : চট্টগ্রাম নগরীর পূর্ব মোহরায় প্রতিবন্ধী ও বিধবার জমি দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী সাইফউদ্দিনের পরিবারের উপর হামলা, মিথ্যা মামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, স্থানীয় একটি ভূমিদস্যু গ্রুপ দীর্ঘদিন ধরে আমার ফুফাতো ভাই প্রতিবন্ধী মো: ইসমাইল ও আরেকজন বিধবার সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছিলো। আমি ও আমার ভাই তাদের এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি। পরে আমাদের পরামর্শে প্রতিবন্ধী ইসমাইল তাদের বিরদ্ধে মামলা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে ঈদের দুইদিন আগে নামাজ পড়ে বাসায় আসার সময় হত্যার উদ্দেশ্যে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুত্বর জখম করে রাস্তায় ফেলে চলে যায়। এবং আমার সাথে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয় ওইদিন আমার ভাইয়ের উপরও তারা হামলা করে।

লিখিত বক্তব্যে সাইফুদ্দিন বলেন, সন্ত্রাসীরা শুধু আমার উপর হামলা করে ক্ষান্ত হয়নি। তারা আমার বৃদ্ধ বাবা মসজিদে এতেকাফে থাকা অবস্থায় মারধর ও একপর্যায়ে কুপিয়ে জখম করে। আমার বাবাকে কুপিয়ে জখম করার পর তারা দলবল নিয়ে আমার বাসায় হামলা করে প্রায় তিন লাখ টাকার মালামাল ভাঙ্গচুর করে। এসময় ৯৯৯ ফোন করলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। পরে উপযুক্ত প্রমাণ ও ভিডিও ফুটেজ নিয়ে এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি। যার মামলা নং সিআর ২৬০/২০২১ইং (চান্দগাঁও)।

এসময় কান্নাজনিত কন্ঠে হামলার শিকার সাইফুদ্দিনের বাবা মোহাম্মদ মুসা বলেন, রোজায় আমি মসজিদেে এতেকাফে ছিলাম। এসময় কয়েজন ছেলে মসজিদে ঢুকে আমার উপর হামলা করে। একপর্যায়ে তারা আমাকে কুপিয়ে ফেলে রেখে যায়। আমার ছেলেরা জমি দখলের প্রতিবাদ করায় তারা আমাদের অমানবিক নির্যাতন করছে। আমি আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক ভুক্তভোগী প্রতিবন্ধী মো: ইসমাইল, বিধবা রহিমা বেগম ও শামীমা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়