রিপন দে: এই লেখা দিয়ে আমরা কি বুঝাই?
ইসরাইল লেখা মানেইতো এই নামে একটা দেশ আছে তা স্বীকার করা।
যারা আমাদের ৩০ লাখ লোককে হত্যা করল, ২ লাখ মা-বোন ধর্ষণ করল তাদের নিয়েও এত ঘৃণা নেই।
মধ্যপ্রাচ্যের দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে ইসরায়েলের সাথে। আমরা পিছিয়ে থাকব কেন?
আমাদের অর্থনীতির হার্ট প্রবাসীদের রিমিটেন্স। ইসরায়েলে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন দেড় লাখ টাকা। আমরা শ্রমিক পাঠানোর সুযোগ নিতে পারি।
বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ তাই আমরা তাদের থেকে প্রযুক্তিগত সহায়তা নিতে পারে।
বিষয় হচ্ছে ফিলিস্থিত। কিন্তু এই কারণে তাদের সাথে রিলেশন না রাখলে ভারত, পাকিস্তান, চীনের সাথে রাখছি কেমনে?
আমরা ফিলিস্তিনে আগ্রাসণের প্রতিবাদ করর। কূটনীতিক ভাবে সম্পর্ক থাকলে সেটা কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করতে পারি। ফিলিস্তিনের স্বাধিনতার পক্ষে চাপ দিতে পারি।
কিন্তু কোন দেশকে ইচ্ছে করে আলাদা করে দিতে পারিনা।
কেউ কেউ বলছেন 'এক্সসেপ্ট ইসরায়েল' লেখা তুলে নেওয়া মানে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া।
অদ্ভুত যুক্তি! ইসরাইল স্বাধিন হয়েছে আমাদের অনেক আগে এখানে আমাদের স্বীকৃতি দেওয়ার কি? বরং বাংলাদেশকে প্রথম যে দেশ স্বাধিন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেটা ইসরায়েল। যদিও আমরা তা গ্রহন করিনি।
সবচেয়ে বড় কথা আমাদের পররাষ্ট্রনীতির মূলে রয়েছে সবার সাথে বন্ধুত্ব ।
শেষ কথা, যার ভাল লাগবে এই পাসপোর্ট ব্যাবহার করে যাবে যার ভাল লাগবে যাবেনা এই যুক্তিতে এই বিতর্কের ইতি টানা যায় না?
লেখাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া।