শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিডিও কলে কার সঙ্গে অঝোরে কাঁদলেন আতলেতিকো মাদ্রিদের লুইস সুয়ারেজ?

স্পোর্টস ডেস্ক : [২] কান্নার মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। ভক্তদের মধ্যে কৌতূহল ছিল, আসলে তখন কার সঙ্গে কথা বলছিলেন সুয়ারেজ? এক সাক্ষাৎকারে যা পরিষ্কার করেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

[৩] গত শনিবার রিয়াল ভায়াদোলিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় আতলেতিকো। তাতে দলটির সাত বছর পর লা লিগা শিরোপা নিশ্চিত হয়। গত গ্রীষ্মেই ইচ্ছের বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় পাড়ি দেন সুয়ারেজ। ২১ গোল করে যিনি দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

[৪] ম্যাচের পর পতিক্রিয়ায় বার্সেলোনাকে ধুয়ে দিয়েছিলেন সুয়ারেজ। বলেছিলেন আগের মৌসুম শেষে প্রাপ্য সম্মান না পাওয়ার কথা। সময়টা যে কঠিন ছিল, সেটিও বলতে ভুলেননি।

[৫] তবে কার সঙ্গে কথা বলার সময় সুয়ারেজ ওভাবে কাঁদছিলেন সেটা সেদিন পরিষ্কার হওয়া যায়নি। অনেকেরই অবশ্য ধারণা ছিল, হয়তো পরিবার বা প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে কথা বলার সময় আবেগ ধরে রাখতে পারেননি সুয়ারেজ।

[৬] ৩৪ বছর বয়সী তারকা জানালেন, তিনি কাঁদছিলেন স্ত্রীর সঙ্গে কথা বলার সময়। মুভিস্টারকে সুয়ারেজ বলেন, ‘আমার স্ত্রী প্রতিটি দিন আমার পাশে ছিল। গত গ্রীষ্মটা খুব কঠিন ছিলৃ যখন আমরা তিনটি সন্তান আছে এবং একটা স্থায়ী জীবন আছেৃ। আমার স্ত্রী জানে আমি সর্বোচ্চ স্তরে থাকতে কতটা পরিশ্রম করেছি।

[৭] আমার সন্তানরা তাদের বন্ধুদের সাথে, স্কুলে সময় কাটিয়েছে। তারা জানত যে এটি একটি পরিবর্তন ছিল। এদিকে আসছে মৌসুমে আতলেতিকোতেই থেকে যাওয়ার কথা নিশ্চিত করেছেন সুয়ারেজ। - গোল ডটকম/ দেশরূপান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়