শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাফিজুরের মৃত্যুতে তদন্তসহ চার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শরীফ শাওন: [২] হাফিজুরের সহপাঠি ও বন্ধুদের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্তের পাশাপাশি এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করতে হবে।

[৩] সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে তারা আরও বলেন, ঘটনার আগ মুহূর্তে হাফিজুরের সঙ্গে যারা ছিলেন, তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনা, হাফিজুরের লাশ নিয়ে পুলিশ সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে অবহেলার ব্যাখ্যা দিতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিবে সেই পরিকল্পনাও জানাতে হবে।

[৪] ছাত্রলীগ ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, হাফিজুর নিখোঁজ হওয়ার পর শাহবাদ থানায় অবহিত করা হয়, অপর দিকে ঢামেকে অজ্ঞাত লাশ পাওয়া গেলেও তা মিলিয়ে দেখার প্রয়োজন মনে করেনি দায়িত্বশীল বাহিনী। তারা পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে।

[৫] লিজাইনুল ইসলাম রিপন বলেন, হাফিজ মুকাভিনয় শিল্পী হিসেবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। আত্মহত্যার বিপক্ষে লড়া একজন মানুষ কেন আত্মহত্যা করবে?

[৬] সোমবার শোকবার্তায় ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে প্রক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কমনা করছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএমপি কমিশনারকে বিশেষ অনুরোধ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়