শিরোনাম
◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ও ব্রাসেলসে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পুরস্কারের ৪৮তম বার্ষিকী উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক: [২] ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কারের ৪৮তম বার্ষিকী পালন করা হয়েছে।

[৩] রোববার এ উপলক্ষে মিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে মিশনের কর্মকর্তা কর্মচারীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মিশন চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

[৪] আলোচনায় হাইকমিশনার বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখে বিশ্বনন্দিত নেতায় আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু। যে কারণে সারা বিশ্ব আজ তাকে গর্বের সঙ্গে স্মরণ করছে। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

[৫] ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এ উপলক্ষে ভার্চুয়ালী আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ‘বিশ্ব শান্তির দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরষ্কার প্রাপ্তি’ শীর্ষক দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

[৬] রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তির দূত হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সব সময় বাঙালি জাতিকে সঙ্গে নিয়ে অহিংস পথে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন পরিচালনা করেছেন।

[৮] ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ক রেজ্যুলেশন প্রবর্তনের মাধ্যমে প্রতিটি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রতি বছর শান্তির বার্তা ছড়িয়ে দেয়, যা বঙ্গবন্ধুর শান্তির দর্শনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

[৯] সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়