স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের আগে পাকিস্তানকে আতিথেয়তা দেবে আফগানিস্তান। সিরিজটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
[৩] আইসিসির বৈশ্বিক ইভেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হলেও এখন পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি এই দুই দলের। সিনিয়র দলের খেলা না হলেও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে বেশ কয়েকবারই দল পাঠিয়েছে পাকিস্তান।
[৪] যদিও এবার প্রথমবারের মতো এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে আতিথেয়তা দিতে আগ্রহী আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
[৫] পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ড পরিকল্পিত এই সিরিজের বিষয়ে আলোচনা শুরু করেছে যার মধ্যে আবুধাবি বা দুবাইয়ে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।
[৬] চলতি বছরের জানুয়ারিতে যখন মোহাম্মদ নবি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন। যেখানে ইমরান আশ্বাস দিয়েছিলেন যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হবে। এমনকি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে বলেছিলেন পিসিবিকে। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি