শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জাসদের

মনিরুল ইসলাম: [২] সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাসদের অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়।

[৩] মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের গতকাল জামিন হলেও মামলা রেখে তার ওপর জুলুম ও হয়রানি হুমকির সুযোগ রাখা হলো। আমরা রোজিনা ইসলামের ওপর আরোপিত মামলা প্রত্যাহার দাবি করছি।

[৪] তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ওপর ইতিপূর্বে ছাপানো রিপোর্টের পর সাংবাদিক রোজিনা হয়তো আরও রিপোর্ট প্রকাশ করবেন এই আশংকায় মন্ত্রণালয়ের অনেকে মিলে তাকে যেভাবে হেনস্থা করেছেন তা শুধু একটি দুর্নীতি-লুণ্ঠনে উন্মত্ত অশুভ চক্রের পক্ষেই করা সম্ভব।

[৫] তিনি বলেন, আমরা ঘৃণাভরে এই চক্রের তীব্র নিন্দা জানাই এবং সরকারের বিভিন্ন মহলে সক্রিয় লুটেরা-দুর্বৃত্তদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগনের প্রতি আহ্বান জানাই।

[৬] সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, মনজুর আহমেদ মনজু প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়