মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (২৪ মে) সকালে সচিবালয়ে এই বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একথা বলেন। ডিবিসি টিভি
[৩] তিনি বলেন, এখন একজন নাগরিক ঘরে বসেই বিভিন্ন সেবা পাবেন। অনলাইনেই ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত সব ফি দিতে পারবেন। কাউকে তহসিল অফিসে যেতে হবে না। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়বে।
[৪] তিনি আরও বলেন, ভূমি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমি মন্ত্রণালয়, পেমেন্ট গেটওয়ে চ্যানেল হিসেবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ, বিকাশ এবং ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবিএলের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। যাতে জনগণের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান