শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা উত্তোলনকে’ স্বাগত জানালো ইসরায়েল

আসিফুজ্জামান পৃথিল: [২] কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান [৩] বাংলাদেশ ইসরায়েলের ওপর থেকে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার’ খবরকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ কোহেন । অবশ্য পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের ওপর থেকে কোনও ধরণের ভ্রমণ নিষেধাজ্ঞা তোলা হয়নি। দেশটির প্রতি বাংলাদেশ তার আগের অবস্থানই ধরে রেখেছে। জেরুজালেম পোস্ট

[৪] কোহেন এক টুইট বার্তায় বলেন, ‘অসাধারণ খবর! বাংলাদেশে ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। আমি ইসরায়েলের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহŸান জানাচ্ছি। যাতে আমাদের দুদেশের মানুষই উপকৃত হতে পারে ও উন্নতি করতে পারে।’

[৫] জেরুজালেম পোস্ট তাদের শিরোনামে বলেছে, ইসরালের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো বাংলাদেশ। তারা বলছে, অতীতে কোনো বাংলাদেশি ইসরায়েল ভ্রমণ করলে কিংবা করতে চাইলে তাকে গ্রেপ্তার করা হতো বা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হতো কিংবা এ ধরণের ভয় দেখানো হতো।

[৬] এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বিষয়টি শোনার পর আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি। ওনার কাছে জেনেছি, ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল থেকে একসেপ্ট ইসরায়েল অংশটি বাদ গেছে।এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে। নতুন ই-পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হলেও দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তন হয়নি, পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়