তপু সরকার : [২] সোমবার প্রথম প্রহরে প্রেসক্লাব মিলনায়তনে এ- অনুষ্ঠান প্রধান অতিথি ক্লাবের আজীবন সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
[৩] এসময় সকল সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রেসক্লাবকে ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত করেছেন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জল করবে। সাংবাদিকদের যেকোনো আপদে-বিপদে আমরা সবসময় সাথে আছি এবং থাকব।
[৪] শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভারসূ-যোগ্য মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ,আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান।সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বলসহ আরো অনেকে।
[৫] প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান বলেন, এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে প্রেসক্লাবের নতুন নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।
[৬] উল্লেখ্য, ১৯৮০ সালে শেরপুর মহকুমা থাকাকালীন সময়ে গঠিত হয় শেরপুর প্রেসক্লাব। তৎকালীন সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট জাকির হোসেন, বাবু রবি নিয়োগী, জয়নুল আবেদীন, সুশীল মালাকারসহ ৭ জন সাংবাদিক এ প্রেসক্লাব গঠন করেন। এরপর থেকেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সহযোগিতা করে আসছে।