আফসান চৌধুরী: কতো নাম আর কাজের কথা যে হারিয়ে যায়, তার শেষ নেই। কামাল বিন মাহতাবের নামটা কারো মনে আছে? তিনি ‘ছোট গল্প’ নামে একটা পত্রিকা চালাতেন। রুজি করতেন বেশ কষ্টে সিনেমা সংক্রান্ত বিভিন্ন ছাপার কাজ করে। ভীষণ বিরক্ত থাকতেন। কারণ ওইসব কাজ করতে তার ভালো লাগতো না। ৭০ দশকে উন্নত মানের লেখা সমৃদ্ধ পত্রিকা, হয়তো এ দেশের প্রথম ছোট গল্প পত্রিকা। বেঁচে আছেন? জানি না তবে তার নাম, ও কাজ কেউ স্মরণ করে না আজ। [২] মারুফ রায়হান- মারুফ রায়হান এখনো অনেক সক্রিয় কিন্তু তিনি যে ‘মাটি’ নামের একটা ছোট গল্পের পত্রিকা বার করতেন কয়জন তা জানে?
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেশের গল্পের দুনিয়ার, কথা সাহিত্যের অন্যতম খাম্বা ছিলো এই পত্রিকাটা। মারুফ এখনো বিভিন্ন কাজ করছেন সক্রিয়ভাবে কিন্তু ‘মাটির’ খবর নেই। মনে আছে সবার, অনেকের? তাদের নাম, কাজ, ভূমিকাকে স্মরণ করবে, করেই দেবে, জানাবে যারা অন্যদের সুযোগ করে দে তারা যে লেখে তার সমান বড়, কখনো কখনো ঐতিহাসিক। আপনারা যারা এই দেশের সাহিত্যের জন্য করেছেন তাদের সালাম, মনে রাখতেই হবে আমাদের। লেখক : সিনিয়র সাংবাদিক