শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভ্যূত্থানের বিরোধীতা করায় লক্ষাধিক শিক্ষককে বহিষ্কার করলো মিয়ানমারের জান্তা সরকার

লিহান লিমা: [২] মিয়ানমার টিচার্স ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা জান্তা সরকারের বিরোধীতা করে গণবিক্ষোভে সমর্থন জানানোয় ১ লাখ ২৫ হাজারের বেশি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার ৫’শ জন্য কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দ্য গার্ডিয়ান

[৩]স্কুলের নতুন বছর শুরুর পূর্বেই বহিষ্কারের এই আদেশ আসে। এর আগে মিয়ানমারের লাখো শিক্ষক জান্তা সরকারের শাসনের প্রতিবাদ জানিয়ে কর্মক্ষেত্রে যোগ দিতে অস্বীকৃতি জানান।

[৪]শনিবার রাষ্ট্রীয় আদেশে মোট ১ লাখ ২৫ হাজার ৯’শ শিক্ষককে বহিষ্কার করা হয়। মিয়ানমারে মোট ৪ লাখ ৩০ হাজার স্কুল শিক্ষক রয়েছেন। বহিষ্কার হওয়া এক শিক্ষক বলেন, ‘বহিষ্কারের এই বিবৃতি শিক্ষকদের হুমকি দেয়ার একটি কৌশল। যদি সত্যিই এই বিপুল পরিমাণ শিক্ষককে বহিষ্কার করা হয় তবে পুরো শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়বে।’

[৫]মিয়ানমারের রাষ্ট্রায়াত্ত সংবাদ মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের পুনরায় স্কুল ও কর্মক্ষেত্রে ফেরার আহ্বান জানানো হয়েছে। জুন থেকে মিয়ানমারে নতুন শিক্ষাবর্ষের নিবন্ধন শুরু হবে।

[৬]তবে অনেক অভিভাবকই বলেছেন, তারা নিজেদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। ৪২ বছরের মিয়েন্ত বলেন, ‘আমি আমার কন্যাকে স্কুলে পাঠাবো না, কারণ আমি তাকে সামরিক শাসনের অধীনে শিক্ষা দিতে চাই না। এছাড়া আমি তার নিরাপত্তা নিয়েও চিন্তিত।’

[৭]মিয়ানমারে চলমান অভ্যূত্থান বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছেন। তারা বলেছেন, তারা ক্লাস বয়কট করবেন। ১৮ বছরের তরুণ শিক্ষার্থী ল্ইুন বলেন, ‘গণতন্ত্র ফেরত আসলেই আমি ক্লাসে ফিরবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়