শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই: জাকির হোসেন

শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্তণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সরকারি সিদ্ধান্তের ওপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় নির্ভর করে। তবে এপর্যন্ত সময় পেছানোর কোন সিদ্ধান্ত হয়নি। খোলার আনুষাঙ্গিক প্রস্তুতি রয়েছে বিদ্যালয়গুলোর।

[৩] শনিবার জাকির হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে ইতোমধ্যে ৩ লাখের অধিক শিক্ষককে করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন হয়েছে। তবে বন্ধকালীন সময় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে অনলাইন ও গুগলের মাধ্যমে পাঠদানসহ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

[৪] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক বেলাল হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নিয়েই ঈদের আগে আমরা চিঠি দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার করার বিষয়ে ওয়ার্কসপ করে গাইডলাইন তৈরি করে দিয়েছি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

[৫] টিকাদানের বিষয়ে জানান, ৪০ উর্দ্ধোদের মধ্যে ৯০ শতাংশের বেশি শিক্ষকদের টিকাদান সম্পন্ন হয়েছে, কোন কোন স্থানে তা শতভাগ। যাদের বয়স ৪০ এর নিচে তাদের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনে কিছু কিছু স্থানে সমস্যা তৈরি হয়েছে। এসকল বিষয় সমাধানের কাজ চলছে।

[৬] এর আগে করোনা সংক্রমণে গত বছর ২৬ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ধাপে ধাপে পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ২৯ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়