শিরোনাম
◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান ◈ চাপ সৃষ্টি করে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলা‌দেশ‌কে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপ‌দেষ্টা ◈ লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নিকারের সভা অনুষ্ঠিত, ১১ প্রস্তাব অনুমোদিত

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই: জাকির হোসেন

শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্তণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সরকারি সিদ্ধান্তের ওপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় নির্ভর করে। তবে এপর্যন্ত সময় পেছানোর কোন সিদ্ধান্ত হয়নি। খোলার আনুষাঙ্গিক প্রস্তুতি রয়েছে বিদ্যালয়গুলোর।

[৩] শনিবার জাকির হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে ইতোমধ্যে ৩ লাখের অধিক শিক্ষককে করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন হয়েছে। তবে বন্ধকালীন সময় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে অনলাইন ও গুগলের মাধ্যমে পাঠদানসহ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

[৪] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক বেলাল হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নিয়েই ঈদের আগে আমরা চিঠি দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার করার বিষয়ে ওয়ার্কসপ করে গাইডলাইন তৈরি করে দিয়েছি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

[৫] টিকাদানের বিষয়ে জানান, ৪০ উর্দ্ধোদের মধ্যে ৯০ শতাংশের বেশি শিক্ষকদের টিকাদান সম্পন্ন হয়েছে, কোন কোন স্থানে তা শতভাগ। যাদের বয়স ৪০ এর নিচে তাদের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনে কিছু কিছু স্থানে সমস্যা তৈরি হয়েছে। এসকল বিষয় সমাধানের কাজ চলছে।

[৬] এর আগে করোনা সংক্রমণে গত বছর ২৬ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ধাপে ধাপে পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ২৯ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়