শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই: জাকির হোসেন

শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্তণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সরকারি সিদ্ধান্তের ওপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় নির্ভর করে। তবে এপর্যন্ত সময় পেছানোর কোন সিদ্ধান্ত হয়নি। খোলার আনুষাঙ্গিক প্রস্তুতি রয়েছে বিদ্যালয়গুলোর।

[৩] শনিবার জাকির হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে ইতোমধ্যে ৩ লাখের অধিক শিক্ষককে করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন হয়েছে। তবে বন্ধকালীন সময় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে অনলাইন ও গুগলের মাধ্যমে পাঠদানসহ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

[৪] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক বেলাল হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নিয়েই ঈদের আগে আমরা চিঠি দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার করার বিষয়ে ওয়ার্কসপ করে গাইডলাইন তৈরি করে দিয়েছি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

[৫] টিকাদানের বিষয়ে জানান, ৪০ উর্দ্ধোদের মধ্যে ৯০ শতাংশের বেশি শিক্ষকদের টিকাদান সম্পন্ন হয়েছে, কোন কোন স্থানে তা শতভাগ। যাদের বয়স ৪০ এর নিচে তাদের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনে কিছু কিছু স্থানে সমস্যা তৈরি হয়েছে। এসকল বিষয় সমাধানের কাজ চলছে।

[৬] এর আগে করোনা সংক্রমণে গত বছর ২৬ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ধাপে ধাপে পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ২৯ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়