শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাদেমুল মোরসালিন: [২] নীলফামারীর কিশোরগঞ্জের পল্লী বিদ্যুতের খুঁটি থেকে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । তার নাম চঞ্চল রায় (৩৫)।

[৩] গতকাল শনিবার রাতে বড়ডুমুরিয়ার দোলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে ঝুলান্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয় । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত যুবক চঞ্চল রায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের পাইকারটারী গুদরীপাড়া গ্রামের রমনী কান্তের ছেলে। পেশায় একজন দিনমজুর ।

[৪] নিহত পরিবার ও থানা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পাগলাপীর মহেশপুর রড়বাড়ী গ্রামের কল্পনা রাণী (৩০) কে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । দুই ছেলে সন্তানসহ তাদের সংসার ভালই চলছিলো। কয়েক মাস আগে মামাতো বোন স্বপ্না (ছদ¥নাম) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক থেকে তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে বাদ সাজে দুই পরিবারে ।

[৫] কয়েক দিন আগে দুই পরিবার আলোচনার মাধ্যমে মেয়েকে তার পরিবারে কাছে হস্তান্তর করে। শনিবার রাতে খাবার খেয়ে স্বামী- স্ত্রী একই বিছানা ঘুমাতে যায়। স্ত্রীকে বাথরুম যাওয়া কথা বলে বাহিরে চলে যায় । বাসায় ফিরে না আসলে পরিবারে লোকজনকে জানায়। পরিবারে লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে বড়ডুমরিয়া দোলায় বিদ্যুতের খঁটিতে ওড়না পেছানো অবস্থায় দেখতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে সকালে লাশ নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

[৬] ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানায়, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, লাশ মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়