শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাদেমুল মোরসালিন: [২] নীলফামারীর কিশোরগঞ্জের পল্লী বিদ্যুতের খুঁটি থেকে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । তার নাম চঞ্চল রায় (৩৫)।

[৩] গতকাল শনিবার রাতে বড়ডুমুরিয়ার দোলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে ঝুলান্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয় । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত যুবক চঞ্চল রায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের পাইকারটারী গুদরীপাড়া গ্রামের রমনী কান্তের ছেলে। পেশায় একজন দিনমজুর ।

[৪] নিহত পরিবার ও থানা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পাগলাপীর মহেশপুর রড়বাড়ী গ্রামের কল্পনা রাণী (৩০) কে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । দুই ছেলে সন্তানসহ তাদের সংসার ভালই চলছিলো। কয়েক মাস আগে মামাতো বোন স্বপ্না (ছদ¥নাম) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক থেকে তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে বাদ সাজে দুই পরিবারে ।

[৫] কয়েক দিন আগে দুই পরিবার আলোচনার মাধ্যমে মেয়েকে তার পরিবারে কাছে হস্তান্তর করে। শনিবার রাতে খাবার খেয়ে স্বামী- স্ত্রী একই বিছানা ঘুমাতে যায়। স্ত্রীকে বাথরুম যাওয়া কথা বলে বাহিরে চলে যায় । বাসায় ফিরে না আসলে পরিবারে লোকজনকে জানায়। পরিবারে লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে বড়ডুমরিয়া দোলায় বিদ্যুতের খঁটিতে ওড়না পেছানো অবস্থায় দেখতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে সকালে লাশ নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

[৬] ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানায়, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, লাশ মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়