এসএম শামীম : [২] জেলার আগৈলঝাড়ায় মটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহত দুই জনকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
[৩] স্থানীয় ও সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরে কোটালীপাড়া থেকে গৌরনদী যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বাসট্যান্ডে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলের দুই যাত্রী কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের লোকমান হাওলাদারের ছেলে কাজল হাওলাদার (৩২) ও আতিয়ার হাজরার ছেলে অভি হাজরা (২৩) রাস্তার উপর ছিটকে পরে আহত হয়।
[৪] এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলামিন হোসাইন জানান, তাদের অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী