শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল ব্যাংকিং সেবায় প্রযুক্তি খরচ কমলেও উচ্চহারেই ফি গুণছে গ্রাহকরা

মিনহাজুল আবেদীন: [২] করোনাকালে মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও গ্রাহক তুলনামূলকভাবে বাড়ছে না। ২৯টি ব্যাংক লাইসেন্স নিলেও বর্তমানে সেবা দিচ্ছে মাত্র ১৫টি।

[৩] শনিবার (২২ মে) যমুনা টিভির এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের পিএসডির উপ-মহাব্যবস্থাপক মো. বদিউজ্জামান বলেন, বাজারে প্রতিযোগিতা যতো বাড়বে লেনদেনের চার্জটাও ততো কমবে। চার্জ কমানোর জন্যে কাজ চলছে।

[৪] নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, প্রতিটি লেনদেনে চার্জ করে লাভ করছি। এই চার্জ কম করেও ব্যবসা করা সম্ভব। এখন চিন্তা করতে হবে, আপনি কী ১০০ টাকায় ২০ টাকা লাভ করবেন নাকি ১০০ টাকায় পাঁচ টাকা লাভ করবেন। সেই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে।

[৫] তথ্য মতে, বর্তমানে দেশে ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছেন। প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা।

[৬] বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, সবার মতামত নিয়ে দেশের প্রান্তিক মানুষের জন্য নির্দিষ্ট কোনও রেট ধার্য করা উচিত। তাতে কারো কোনও সমস্যা হবে না।

[৭] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, টাকা নগদ থেকে বিকাশে নেয়া যায় না, বিকাশ থেকে নগদে নেয়া যায় না, এই বাধা কেন। আমার ধারণা তাদের কাছে ভালো কোনও টেকনোলজি নেই। যার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে সম্পূরকভাবে কাজ করবে।

[৮] প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম বলেন, যারা ভোক্তা রয়েছেন তারা ন্যায্য মূলের সঠিক ব্যবহার ভোগ করছেন। যারা বিনিয়োগকারী তাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সব ব্যবস্থা থাকলে তারাও বিনিয়োগ করতে এগিয়ে আসবে। সম্পাদনা: রাশিদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়